কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ এ ০৪:৫১ PM
কন্টেন্ট: পাতা
ক্রীড়া পরিদপ্তর
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
মওলানা ভাসানী স্টেডিয়াম, ঢাকা।
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন্স চার্টার)
১) নাগরিক সেবা
| ক্রমিক | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান | সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময় সীমা | দায়িত্বপ্রাপ্ত কমকর্তা (নাম,পদবি, ফোন নম্বর ও মোবাইল নম্বর |
| (১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) |
| ১ | ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বিনামূল্যে ক্রীড়াসামগ্রী প্রদান | প্রতিবছর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাব সমূহ জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে ক্রীড়া সরঞ্জাম চেয়ে ক্রীড়া পরিদপ্তরে আবেদন (ডাউনলোড)করে। আবেদনপ্রাপ্তির পরে সভার সিদ্ধান্ত অনুযায়ী যাচাই-বাছাইপূর্বক মনোনীত প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়াসামগ্রী বরাদ্দ প্রদান করা হয়। | সুপারিশসহ স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আবেদন।
| বিনামূল্যে | 9 (নয়) কার্যদিবস | মোঃ আজিম হোসেন সহকারী পরিচালক ফোন : +88-০২৪১০৫৩৮১৮ মোবাইল:+88-০১৭১৬৬৬৫২২০ |
| ২ | সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাধ্যমে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) এবং ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাধ্যমে মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ভর্তি। | ক্যালেন্ডার বছর অনুযায়ী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রার্থীদের আবেদনপ্রাপ্তির পর সেগুলো যাচাই-বাছাই করা হয়। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের তালিকা নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের অবহিত করার মাধ্যমে ভর্তি করা হয়। জানুযারি থেকে ডিসেম্বর পর্যন্ত আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে সাফল্য লাভকারীদের বিপিএড ডিগ্রি প্রদান করা হয়। | জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র। প্রাপ্তিস্থান: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions/ | জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি | 20(বিশ) কার্যদিবস | অধ্যক্ষ সরকারি শারীরিক শিক্ষা কলেজ,ঢাকা/রাজশাহী/চট্রগ্রাম/ বগেরহাট/ময়মনসিংহ/বরিশাল |
| ৩ | ক্রীড়ার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া প্রতিভা অন্বেষণ | ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াসূচি মোতাবেক জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা সদর ও উপজেলা পর্যায়ে ক্রীড়ার বিভিন্ন বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান ও প্রতিযোগিত আয়োজন করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট থেকে প্রশিক্ষণার্থীর তালিকা (ডাউনলোড) চেয়ে পত্র দেওয়া হয়। প্রাপ্ততালিকা যাচাই-বাছাই করে প্রশিক্ষণার্থীর তালিকা চূড়ান্ত করে প্রশিক্ষণের তারিখ ও ভেন্যু সংশ্লিষ্টদের অবহিত করা হয় এবং সে মোতাবেক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। | প্রতিষ্ঠানের নিকট থেকে তালিকা
প্রাপ্তিস্থান: স্ব স্ব প্রতিষ্ঠান | বিনামূল্যে | 27(সাতাশ) কার্যদিবস | মোঃ আজিম হোসেন সহকারী পরিচালক ফোন : +88-০২৪১০৫৩৮১৮ মোবাইল:+88-০১৭১৬৬৬৫২২০ |
| ৪ | জেলা প্রশাসনের মাধ্যমে ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়া সামগ্রী প্রদান | ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া সামগ্রী বিভাজন নীতিমালা অনুযায়ী ক্রীড়া সামগ্রী ক্রয় করে ক্রীড়া পরিদপ্তর থেকে জেলা প্রশাসন বরাবর ক্রীড়াসামগ্রী বরাদ্দ প্রদান করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করেন। | সুপারিশসহ স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আবেদন। প্রাপ্তিস্থান: জেলা প্রশাসনের কার্যালয় | বিনামূল্যে | অর্থবছরে ১ বার | মোঃ আজিম হোসেন সহকারী পরিচালক ফোন : +88-০২৪১০৫৩৮১৮ মোবাইল:+88-০১৭১৬৬৬৫২২০
|
| ৫ | জেলা ক্রীড়া অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবসমূহে ক্রীড়া সামগ্রী প্রদান। | শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাব সমূহ কর্তৃক আবেদন প্রাপ্তির পর যাচাই-বাছাইপূর্বক মনোনীত প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়াসামগ্রী আবেদনপত্র (ডাউনলোড) প্রদান করা হয়। | সুপারিশসহ স্ব স্ব প্রতিষ্ঠানের আবেদন। | বিনামূল্যে | ৩০ (ত্রিশ) কার্যদিবস | মোঃ আজিম হোসেন সহকারী পরিচালক ফোন : +88-০২৪১০৫৩৮১৮ মোবাইল:+88-০১৭১৬৬৬৫২২০
|