পরিচালক
মোঃ মোস্তফা জামান
পরিচালক (যুগ্মসচিব)
ক্রীড়া পরিদপ্তর, ঢাকা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
জনাব মোঃ মোস্তফা জামান ২০০১ সালের ২৮ মে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। দীর্ঘদিন ধরে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। চাকরিকালে তিনি মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, এনডিসি, ট্রেজারি অফিসার, এলএও ও জিসিও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গোপালগঞ্জ জেলার ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাথরঘাটা, বানারীপাড়া, আশাশুনি, নাঙ্গলকোট ও নোয়াখালী সদর উপজেলায় কর্মরত ছিলেন। এ ছাড়া পৌর প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ভোলা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাঙ্গামাটি পাবর্ত্য জেলায় কর্মরত ছিলেন।
জনাব মোঃ মোস্তফা জামান সহকারী পরিচালক হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও সিনিয়র সহকারী সচিব হিসেবে দীর্ঘদিন শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি শিল্প মন্ত্রণালয়ে এসডিজি ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা ও শিল্প সংক্রান্ত উদ্ভাবন ও সৃজনশীলতার অভিজ্ঞতা অর্জন করেন।
জনাব জামান বিগত ১০ নভেম্বর ২০২৪ তারিখে পরিচালক, ক্রীড়া পরিদপ্তর হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যোগদান করেন। সরকারি চাকরিতে যোগদানের পূর্বে ৪ বছর ৪ মাস তিনি বেসরকারি প্রাইম ব্যাংকে কর্মরত ছিলেন। জনাব মোঃ মোস্তফা জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৯৩ সালে একই বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে ২০১৪ সালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে MAGD (Master of Arts in Governance & Development) অর্জন করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কোর্স (বিএমএস), ভূমি ব্যবস্থাপনা, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও) এগ্রিমেন্ট, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স, পিপিপি প্রাকটিশনার্স কোর্স ইত্যাদি সম্পন্ন করেন। তিনি Australia Award Fellowship এর অধীনে কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে Climate Resilient Industrialization for a Green Economy in Bangladesh বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত।
ঘুর্ণিঝর সিডর পরবর্তী ২০০৮ সালে বরগুনা জেলার পাথরঘাটা ও ২০০৯ সালে আইলা বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রম তদারকি ও নিবিড় সমন্বয়ের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রাথমিক শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১১ সালে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। তিনি ২০১৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের পঞ্চম ট্রেড পলিসি রিভিউতে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন।
জনাব জামান বিভিন্ন সময়ে প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণসহ পেশাগত উন্নয়ন সাধনে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তন্মধ্যে ভিয়েতনাম, মালয়েশিয়া, চীন, ভারত, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, শ্রীলংকা, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য।
জনাব মোঃ মোস্তফা জামান ১৯৭১ সালে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। কন্যা তামান্না নুসরাত ঈশিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ (হিসাব বিজ্ঞান) ও পুত্র মোঃ ইফতেখারুজ্জামান ইফাদ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকায় অধ্যয়ণরত।